হজ্জ কখন ফরয হয়

হজ্জ কখন ফরয হয় এ বিষয়ে মুহাদ্দিসীন মুফাসসিরীন এবং ফক্বীহগণের মধ্যে মাতানৈক্য রয়েছে। মুহাক্বক্বেক্বীন ওলামাই কেরামের মধ্যে কেউ কেউ বলেন হজ্জ হিজরী তৃতীয় সালে ফরয হয় যে বছর ওহুদ যুদ্ধ সংঘটিত হয়। [তাফসীরে ইবনে কাসীর]
আবার কোন কোন মুহাক্বক্বিক্ব বলেন, হজ্জ হিজরী ষষ্ঠ সালে ফরয হয়। তবে অধিকাংশ মুহাদ্দিসীন এবং ফক্বীহর মতে হজ্জ হিজরী নবম সনে ফরয হয়। [আলমগীরী ও দুররে মুখতার]
দলে দলে লোকজনের ইসলাম গ্রহণ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি দলের আগমনের কারণে আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম ব্যস্ত থাকায় ওই বছর হজ্বে যাননি; বরং সাইয়্যেদুনা আবূ বকর সিদ্দিক রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুকে ‘আমীরুল হুজ্জাজ’ মানোনীত করে মক্কা শরীফে প্রেরণ করেন হজ্জ আদায়ের লক্ষে। হুযুর-ই আকরাম সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম পরবর্তী বছর ১০ম হিজরীতে হজ্জ সম্পন্ন করেন, যা ঐতিহাসিক ‘বিদায় হজ্জ’ হিসেবে প্রসিদ্ধ। -সুত্রঃ গাউসিয়া তারবিয়াতী নেসাব-

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply