ওমরাহ

ওমরাহঃ ওমরাহকে ‘হজ্জে আসগর’ বলে। হজ্জ নির্দিষ্ট দিনগুলোতেই করতে হয়, কিন্তু ওমরাহ বছরের যে কোন সময়ই করা যায়।
ওমরার ওয়াজিবসমূহ
মাথার মুন্ডানো অথবা মাথার চুল ছাঁটানো। অপরাপর নিয়মাবলী হজ্বের মতই।
ওমরাহ করার নিয়ম:-
মীক্বাত থেকে হজ্জের ইহরামের মতই ওমরার নিয়্যতে ইহরাম বেঁধে নেবে। অতঃপর তালবিয়্যাহ পড়তে পড়তে হজ্জের নিয়মানুযায়ী মক্কা শরীফের দিকে অগ্রসর হবে। ‘বাবুস সালাম’ গিয়ে মসজিদুল হারামে প্রবেশ করবে। এরপর রামার ও ইদ্বতিবা (এর নিয়ম তাওয়াফের বর্ণনায় আসছে) সহকারে তাওয়াফ করবে। তাওয়াফের পর মক্বামে ইব্রাহীমে দু’রাকাত নামায পড়বে। অতঃপর হাজরে আসওয়াদ-এ চুম্বন বা ইসতিলাম করে ‘বাবুস সাফা’ অতিক্রম করে সাফা ও মারওয়ার সা’ঈ করবে। অতঃপর মাথা মুন্ডাবে কিংবা ছাঁটাবে। এরপর দু’রাকআত নামায আদায় করবে। এভাবে ওমরার কাজ সুসম্পন্ন হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply