এলমের গুরুত্ব

হযরত আবুদ্দারদা রাজিয়াল্লাহু তা’আলা আনহু একবার নিজের হাত বাক্য ব্যক্ত করে বলেন, এলম অতি দ্রুতই শেষ হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। কেননা আলেমগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আর মানুষের মধ্যে এলমের আগ্রহও কমে যাচ্ছে।

তাই আলেম গনের ইন্তেকালের সাথে এলম উঠে যাইবার আগে তোমরা এলম হাছিল কর।

আমি দেখতে পাচ্ছি যে, তোমাদের মধ্যে এমন জিনিসের লোভ ও ফিকির সৃষ্টি হয়ে গেছে, যে জিনিসের জিম্মাদারী (দায়িত্ব) স্বয়ং আল্লাহ্ পাক নিয়েছেন। (অর্থাৎ রিযিক)। আর যে জিনিসের জিম্মাদারী তোমাদের উপর আবর্তিত, সে জিনিস থেকে তোমরা সম্পূর্ণরূপে উদাসীন, গাফেল, (অর্থাৎ এলেম ও আমল)।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply