হযরত আদম (আঃ) এর ওসীয়্যত

হযরত আদম (আঃ) স্বীয় পুত্র হযরত শীশ (আঃ) কে পাঁচটি বিষয়ে ওসীয়্যত করেছিলেন, উপরন্ত বলেছিলেন যে, তুমিও তোমার সন্তানদেরকে এগুলো ওসীয়্যত করে যাবে।

১। পার্থিব জগতের প্রতি কখনো নিশ্চিন্ত হবে না, আমার জান্নাতে আস্থাশীল হয়ে থাকা আল্লাহ পাকের মরজী ছিল না, (তাই শয়তানের ধোঁকায় পড়ে) অবশেষে আমাকে জান্নাত থেকে বের হতে হয়।
২। মেয়েদের চাহিদানুপাতে কখনো কাজ করবে না, আমি আমার বিবির চাহিদানুসারে জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেছিলাম, যদ্দরুন আমাকে লাঞ্চিত ও লজ্জিত হতে হয়েছে।
৩। কাজ করার আগে এর পরিনাম ফল সম্পর্কে ভাল ভাবে জিন্তা করে নেবে, যদি আমি এরূপ করতাম, তাহলে আমাকে জান্নাতে লজ্জিত হতে হতো না।
৪। যে কাজে অন্তরে খটকা বাঁধে, তা করবে না, জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইবার কালীন আমার অন্তরে খটকা সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি এর পরওয়া করিনি।
৫। প্রত্যেক কাজের আগে বিবেকবান, অভিজ্ঞ লোকদের থেকে অবশ্যই পরামর্শ করে নেবে, যদি আমি ফেরেশতাদের থেকে পরামর্শ করে নিতাম, তাহলে আমাকে লজ্জিত হতে হতো না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply