কুরআন শরীফে গরীবের প্রশংসা

হযরত ফকীহ আবুল লাইস (রহঃ) বলেন, সামনের আয়াত থেকে গরীব মানুষের প্রশংসা বুঝা যায় –

اَقِيْمُىا الصَّلَواةَ وَاَتُوا الزَّكَواةَ وَاَطِيْعُىا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ

“তোমরা নামাজ কায়েম কর, যাকাত আদায় কর এবং রাছুলের অনুসরণ কর, যাতে তোমাদের উপর রহমত করা যায়”। এ আয়াত শরীফে আল্লাহ্ তা’আলা দরীদ্রের হক “যাকাত” কে নিজের হক নামাজের সাথে বর্ণনা করেছেন, এটা দরীদ্র মানুষের ফজীলতের উপর এক উজ্জল স্বাক্ষর, দলীল।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply